পার্বত্য শান্তি চুক্তির অন্যতম রুপকার সাবেক চীপ হুইপ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হাসনাত আবদুল্লা ও তার প্রয়াত সহধর্মীনি বীরমুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের নামে আমতলীতে ২টি গুরু কোরবানী দিয়ে গরীবের মধ্যে মাংস বিলিয়ে দিয়েছেরন আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান।
রবিবার সকাল ১০টায় ঈদ -উল আযহার দিন আড়াই লক্ষ টাকা মূল্যের দুটি গরু বীরমুক্তিযোদ্ধা আবুল হাসনাত আবদুল্লা ও তার প্রয়াত সহধর্মীনি বীরমুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর নামে কোরবানী দিয়ে প্রায় ৩শ’ কেজি মাংস পৌরসভার অসহায় হতদরিদ্র ও দুস্থ নারী পুরুষের মধ্যে মাংস বিতরন করেন মো. মতিয়ার রহমান। আমুয়ার চরের হত দরিদ্র রাবেয়া বেগম বলেন, মোরা কোন হানে একটুও গোস্ত পাই নাই।
মেয়রে মোগো গোস্ত দিছে আল্লায় হেরে যেন অনেক ভালো রাহে। রিক্সা চালক সাবান আলী জানান, হারা বছর রিক্সা চালইয়া খাই। গুরাগারা লইয়া কোন সময় গোস্ত কিন্যা খাইতে পারি না। মেয়রে ঈদের দিন মোগো গোস্ত দিছে।
পোলা মাইয়া লইয়া খাইয়া অনেক খুশি অইছি। মেয়রেরে আল্লায় যেন আরো বড় বানায়। মাংস বিতরন কালে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।
আমতলী পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন, দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পার্বত্য শান্তি চুক্তির রুপকার আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আদুল্লাহ ও তার প্রয়াত সহধর্মীনি বীরমুক্তিযোদ্ধা সাহান আরা বেগম দেশের জন্য অনেক কিছু করেছে। তাই তাদের দু’জনার জন্য ঈদুল আযহার দিন দুটি গরু কোরবানী দিয়ে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছি।