করোনা প্রতিরোধী টিকা দিতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য সফটওয়্যারে এন্টি দেওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বিদ্যালয়-২) নাসরিন সুলতানার সই করা অফিস আদেশে এই তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্মসনদের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। যাতে করে শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা যায়। এ জন্য সকল ছাত্র-ছাত্রীর জন্মসনদ নিশ্চিত করা প্রয়োজন।
আদেশে আরও বলা হয়, এখনও যেসব শিশু শিক্ষার্থীর জন্মনিবন্ধন করা হয়নি, তাদের জরুরিভিত্তিতে জন্মনিবন্ধন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সংরক্ষিত তথ্যাদি যাচাই পরবর্তী ‘শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি’ সফটওয়্যারেন এন্ট্রি নিশ্চিত করবেন।
আদেশে আরও বলা হয়, ছাত্র-ছাত্রীদের জন্মসনদ বিদ্যালয়ে সংরক্ষণ নিশ্চিত করে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে ‘শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি’ সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার অনুরোধ করা হলো।