মার্কিন বেসরকারি গোয়েন্দা সংস্থা ফেয়ারম্যাক্স এর অর্থায়নে ‘‘ফেয়ারম্যাক্স বাংলাদেশ প্রকল্প’’ নামে বেসরকারি গোয়েন্দা সংস্থায় ৬ হাজার ৪৭২টি পদে এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নামের প্রতিষ্ঠানে ১ হাজার ৯৪৪ টি পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় একটি চক্র। বিজ্ঞপ্তির পর নিয়োগ পেতে আবেদনকারীদের কাছ থেকে সরকারি নিয়মের মতো পেঅর্ডার নেয় চক্রটি। এভাবে চক্রটি আবেদনকারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে অর্ধকোটি টাকা।
রাজধানীর মিরপুরে গড়ে উঠা চক্রটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোয়েন্দা নজরে পড়লে ধরা পড়ে। পরে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৯ লাখ টাকা উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি টিম।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ।
তিনি জানান, চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. আজিজুল হাসান ওরফে এমরান (৫১), বিউটি আক্তার (৩৫), ও মো. কবির।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ডিবি প্রধান বলেন, তারা দুটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনে ১৫০ টাকা থেকে ৫০০ টাকার পেঅর্ডার নিতো। এই টাকা নেওয়া হতো সোনালী ব্যাংকের মিরপুরের একটি শাখা থেকে। চক্রটি তাদের অফিস হিসেবে যে ঠিকানা দিয়েছিলো সেটি এক ব্যক্তির বাড়ি। কিন্তু ওই ব্যক্তি নিজেও জানেন না তার বাড়ির ঠিকানা চক্রের লোকেরা ব্যবহার করছেন। এই ঘঠনায় তিনি জিডি করেছেন।
এক প্রশ্নের জবাবে ডিআইজি হারুন বলেন, তারা যে দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকের পেঅর্ডার চালু করেছিলো তার কোনো অনুমোদন ছিল না। কিন্তু কিভাবে চক্রটি সোনালী ব্যাংকে একটি সংস্থার নামে প্রয়োজনীয় কাগজ ছাড়া এ্যাকাউন্ট খুললো আমরা তা খতিয়ে দেখবে। এর সঙ্গে তাদের কেউ জড়িত থাকলে তাদেরকেও আমরা আইনের আওতায় আনবো।