ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা ‘জাপোরিজজিয়া’ এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে। বর্তমানে সেখানে মিসাইল সিস্টেমসহ নানা ধরণের অস্ত্র মজুদ করেছে মস্কো এবং সেখান থেকেই ইউক্রেনের বিভিন্ন স্থানে গোলা নিক্ষেপ করা হচ্ছে বলে দাবি ইউক্রেনের।
শনিবার ইউক্রেনীয় পারমাণবিক সংস্থার প্রেসিডেন্ট এনারগোয়াতমের বরাতে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ২৪।
এনারগোয়াতম শুক্রবার এক টেলিভিশন সাক্ষাতকারে বলেন, প্রায় পাঁচশ’ রুশ সেনা এই স্থাপনাটি নিয়ন্ত্রণ করছে এবং এখানকার পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ।
তিনি আরও বলেন, রুশ সেনারা এখানে মিসাইল সিস্টেমসহ নানা যন্ত্রপাতি স্থাপন করেছে। তারা সেখান থেকেই আশেপাশের অঞ্চলে গোলা নিক্ষেপ করেছে।
পারমাণবিক বিদ্যুৎ স্থাপনাটি দখলের বিষয়ে আগেই নিশ্চিত করেছিল রাশিয়া। তবে ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে কিছু জানায়নি মস্কো।
দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিজজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম এবং বিশ্বের ১০ টি বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি। এটি ডিনিপার নদীর দক্ষিণ তীরে এনেরহোদার শহরের কাছে অবস্থিত। সোভিয়েত ইউনিয়ন আমলে নির্মিত হয়েছিল কেন্দ্রটি।
চলতি বছরের ৪ মার্চ কেন্দ্রটি নিজেদের দখলে নেয় রুশ বাহিনী। কেন্দ্রটি বর্তমানে রাশিয়ান কোম্পানি রোস্তম দ্বারা পরিচালিত হচ্ছে।