যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা মেক্সিকান ড্রাগ লর্ড রাফায়েল ক্যারো কুইন্টেরোকে পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্য থেকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর নৌবাহিনী। কুইন্টেরো ১৯৮৫ সালে মার্কিন মাদক প্রয়োগকারী এজেন্টকে অপহরণ, নির্যাতন এবং হত্যার অভিযোগে অভিযুক্ত। তাকে চোইক্স শহরে বন্দী করা হয়েছিল।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ম্যাক্স নামে বিশেষভাবে প্রশিক্ষিত একটি কুকুর ঝোপের মধ্যে ৬৯ বছর বয়সী কুইন্টেরোকে খুঁজে পেয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা কুইন্টেরোর অবিলম্বে প্রত্যর্পণ চাইবে। মার্কিন আইন প্রয়োগকারীকে যারা অপহরণ, নির্যাতন এবং হত্যা করে তাদের জন্য কোনো লুকানোর জায়গা নেই। রাফায়েল ক্যারো কুইন্টেরোকে গ্রেপ্তারের জন্য আমরা মেক্সিকান কর্তৃপক্ষের কাছে গভীরভাবে কৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।
এদিকে হোয়াইট হাউসের লাতিন আমেরিকা বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জুয়ান গঞ্জালেজ একটি টুইটার পোস্টে লিখেছেন, এটি খুবই বড় ঘটনা। কুইন্টেরো হচ্ছেন শক্তিশালী গুয়াদালাজারা কার্টেলের তিনজন প্রতিষ্ঠাতা সদস্যের একজন।
তিনি সাবেক মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এজেন্ট এনরিক ক্যামারেনার হত্যার জন্য ২৮ বছর কারাগারে কাটিয়েছেন। এই হত্যাকাণ্ড ওই সময়ে মার্কিন-মেক্সিকো সম্পর্ককে উত্তেজিত করেছিল এবং পরে এ নিয়ে নেটফ্লিক্স সিরিজ নারকোস: মেক্সিকো তৈরি করা হয়েছিল।