৪০ বছর ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক দেখাশোনাকারী খাদেম আগা হাবীব মোহাম্মদ আল আফারি ইন্তেকাল করেছেন। মহানবী (সা.) এর রওজা মোবারক দেখাশোনাকারীদের মধ্যে তিনিই প্রবীণতম অভিভাবক। খবর : গালফ টুডে
আরব আমিরাতের গণমাধ্যম গালফ টুডের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (১৩ জুলাই) বিকেলে মারা গেছেন মহানবী (সা.) এর রওজা মোবারকের দেখভালকারী আগা হাবীব মোহাম্মদ আল আফারি।
এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগা হাবীব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি গত ৪০ বছরের বেশি সময় ধরে রওজা মোবারকের দেখভালকারী অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে মসজিদে নববীর পক্ষ থেকে টুইটারে করা এক পোস্টে বলা হয়েছে, মদিনার মসজিদে নববীর দেখভালকারী প্রবীণতম অভিভাবকদের একজন আগা হাবীব। যিনি আল্লাহর নির্দেশে মহানবী (সা.) এর রওজা মোবারকের দায়িপ্রাপ্ত ছিলেন। তিনি আজ মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।