ক্ষমতাচ্যুত লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়েকে থাকতে দেয়ায় বিক্ষোভ হয়েছে সিঙ্গাপুরেও। এদিকে, শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সংকট থেকে শিক্ষা নিতে অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ।
সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজনৈতিক আশ্রয় চাননি, সিঙ্গাপুর সরকারের তরফে এমনটি বলা হলেও তাকে অবস্থানের অনুমতি দেয়ায় ক্ষুব্ধ প্রবাসীরা।
শনিবার (১৬ জুলাই) দেশটিতে গোতাবায়ের অবস্থানের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় কয়েকশ’ প্রবাসী। এ ঘটনার পর সাধারণ মানুষ, প্রবাসী ও ট্যুরিস্টদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
এদিকে, শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সংকট অন্য দেশগুলোর জন্যও শিক্ষনীয় বলে উল্লেখ করেছেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা। ইন্দোনেশিয়ার বালিতে জি-টুয়েন্টি জোটের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে এবিষয়ে সতর্কবার্তাও দেন তিনি। বলেন, শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সংকটের পথে হাঁটছে রাশিয়া, ইউক্রেন, লেবাননসহ বিশ্বের অন্তত ডজনখানেক দেশ।