বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। নিহতের মধ্যে রয়েছে এক পরিবারের তিনজন।
বুধবার দুপুর ১২টার দিকে পটুয়াখালী থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি বাকেরগঞ্জ পৌরসভার চৌমাথা সিনেমা হল সংলগ্ন এলাকায় একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে সাথী (২২) নামে এক নারী মৃত্যুবরণ করেন। এরপর বিকাল ৫টার দিকে তার দেড় বছরের মেয়ে ফারহানা মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনাস্থলে মৃত্যুবরণ করা চারজন হলেন, বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০), ৬ নম্বর ওয়ার্ডের হাসিব (২৫), ইজিবাইক চালক সোহাগ (২৪), বাকেরগঞ্জ কলসকাঠী ইউনিয়নের নারায়ঙ্গল এলাকার তানজিলা।
বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, ঘটনাস্থলে নিহত তানজিলা ও হাসপাতালে মারা যাওয়া সাথী দুই বোন। শিশু ফারহানা সাথীর মেয়ে।