সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে আবারও খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার দিয়েছেন এক দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। হোয়াইট হাউসের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।
করোনা শনাক্ত হওয়ার পর তিনি হোয়াইট হাউসেই আইসোলেশনে আছেন। সেখান থেকেই দাপ্তরিক কাজ পরিচালনা করবেন বলে জানানো হয়েছে।
হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, খুব বেশি উপসর্গ নেই বাইডেনের। তবুও নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের। তবে ফার্স্ট লেডি জেল বাইডেনের করোনা নেগেটিভ এসেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন করোনার টিকার সবগুলো ডোজ নিয়েছেন। এ ছাড়া দুই দফায় বুস্টার ডোজও নিয়েছেন তিনি।
বর্তমানে অ্যান্টিভাইরাল ওষুধ সেবন করছেন জো বাইডেন। পরবর্তী রিপোর্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থেকে বাইডেন। এসময় টেলিফোন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব বৈঠকে অংশ নেবেন।