এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা মুহাম্মদ মিজান উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি।
কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মুহাম্মদ মিজান উদ্দিন নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় নজর রাখে কাস্টমস। যাত্রী ফোনালাপ করতে ওয়াশরুমে দিকে যাওয়ার সময় জিজ্ঞেসাবাদ করা হয়। এতে তার হাতে রক্ষিত ছোট ব্যাগটি লুকানোর চেষ্টা করেন।
পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে মানিব্যাগ স্বর্ণ লুকায়ে রাখার কথা স্বীকার করেন। ওই যাত্রীর কাছ থেকে কাস্টমস গোয়েন্দারা ১২টি স্বর্ণেরবার উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।