বরিশাল:পানিবন্দী মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিববার বেলা সাড়ে ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের রাবনাবাদ নদী পারের বেড়িবাঁধের ভেঙ্গে পড়া কালা মিয়ার স্লুইজের উপর এ মানববন্ধন করে। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে ওই এলাকার শতশত নারী- পুরুষ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর দাবি, গত এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর বৃষ্টি হলেই ভাঙ্গা বাঁধ দিয়ে পানি প্রবেশ করে চাড়িপাড়া, চান্দুপাড়া, চর চান্দুপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া, বড় পাঁচনং, ছোট পাঁচনং ও মুন্সীপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে।
এ কারণে বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। ভেঙ্গে পড়ে স্যানিটেশণ ব্যবস্থা। দেখা দেয় তীব্র বিশুদ্ধ পানির সংকট।
তাই তাদের দাবি, তারা ত্রাণ নয়, তাদের দাবি চর চান্দুপাড়া গ্রামের ভাঙ্গা বাঁধটি মেরামত করা হোক। একই সাথে চান্দুপাড়া গ্রামে পানির চাপে ভেঙ্গে পড়া কালা মিয়ার চার ভেল্টের স্লুইজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কার্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।
চান্দুপাড়া গ্রামের ইউপি সদস্য মাসুদ হাওলাদার জানান, চান্দুপাড়ি বাঁধের বর্তমানে ১৮টি স্পট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।