বরিশালে পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮শ পিস ইয়াবা, ২৫ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের মো. কামালের ছেলে মো. রাসেল হাওলাদার (২৫), একই উপজেলার গোমা এলাকার মো. রফিক হাওলাদারের ছেলে মো. সাব্বির হাওলাদার (২১), বন্দর থানাধীন চরআইচা এলাকার মো. এনায়েত হাওলাদারের ছেলে মো. রাহাত হাওলাদার (২২), যশোর জেলার বাগডাঙ্গা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. আবুল হাসান ওরফে পলাশ হাসান (৪১), নগরের ২৩ নং ওয়ার্ড ইসলামপাড়া সড়কের মো. সুজন হাওলাদার প্রকাশ অপু হাওলাদার (৩৫) ও তাঁর স্ত্রী মোসাঃ কলি বেগম (৩০)।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
পুলিশ জানায়, গোপন সংবাদে মঙ্গলবার রাত সোয়া ২ টায় নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোডে অভিযান পরিচালনা করা হয়। এসময় তৃতীয় পুকুর পাড় সংলগ্ন কামালের ভাড়াটিয়া রাসেল হাওলাদারকে ৭৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এর আগে সোমবার (২৫ জুলাই) রাত ১১ টার দিকে চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোল্লার বিল্ডিং সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে চরআইচা এলাকার মো. রাহাত হাওলাদারকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। একইদিন দুপুর ২ টায় চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাংলালিংক টাওয়ারের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ সাব্বির হাওলাদারকে আটক করা হয়।
এছাড়া সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় সোয়া ৬ টায় নগরের নবগ্রাম রোড এলাকার বশির খাঁনের চায়ের দোকানের সামনে থেকে মো. আবুল ওরফে পলাশ হাসানকে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় অপর মাদকারবারি রহমতপর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত মুজাফফর আরী সরদারের ছেলে মো. দুলাল সরদার (৫৫) পালিয়ে যায়।
অপরদিকে বুধবার (২০ জুলাই) বিকেল পৌনে ৪ টায় নগরের থানা কাউন্সিলর দক্ষিণ ইসলাম পাড়া শহিদুল ইসলাম কানের ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. সুজন হাওলাদার প্রকাশ অপু ও তাঁর স্ত্রী কলি বেগমকে ৫ কেজি গাঁজা এবং ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় অপর মাদকারবারি একই এলাকার মো. আনোয়ার হাওলাদারের ছেলে মো. আশিক হাওলাদার পালিয়ে যায়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।