বিএনপির বর্তমান অবস্থা থেকে চাইলেই সরকারের পতন ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে বিএনপি শাহজাহানপুর থানার ১১ ও ১২ নং ওয়ার্ড সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, সরকারের সীমাহীন দুর্নীতির কারণে লাগামহীন নিত্যপণ্যের দাম। ডলারের মূল্য বৃদ্ধির জন্যও সরকারের দুর্নীতি এবং লুটপাটকে দায়ী করেন তিনি।
এসময় দলের ঢাকা মহানগর দক্ষীণের আহবায়ক আব্দুস সালাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা লুটেপুটে খেয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। সরকারের পতন ঘনিয়ে আসলেও বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং দেশের মানুষের উন্নয়নে সরকার পতনের আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহবান জানান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।