বরিশাল: ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাটে ঢাকা থেকে আসা এমভি ফারহান-৮ লঞ্চের ভিআইপি ১ নাম্বার কেবিনে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুল করিম (৪৫) ও লিমন (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাকিমউদ্দিন নৌ পুলিশ।
বৃহস্পতিবার বিকালে ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম পুলিশ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা ওই লঞ্চে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করেন। আটক আব্দুল করিম কুমিল্লা জেলার সদর উপজেলার দক্ষিণ শ্রীমন্ত্রপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
লিমন একই জেলার কোতোয়ালী থানার দক্ষিণ ঠাঁকুরপাড়া গ্রামের হুমায়ন কবিরের ছেলে। জানা যায়, সকাল সাড়ে ৮ টায় ঢাকা থেকে আসা এমভি ফারহান-৮ লঞ্চ বিকাল সাড়ে ৪ টায় শেষ ঘাট হাকিমউদ্দিনে নোঙর করার পর পুলিশ অভিযান চালিয়ে ওই গাঁজা জব্দ করেন। এত বড় ধরনের চালান উপজেলায় কখনও ধরা পড়েনি।
ধারনা করা হয় ওই দুইজন আন্ত:জেলা মাদক কারবারী দলের সদস্য।ওই গাঁজার চালান জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।