নুডুলসের সঙ্গে বিষ মেশানো টমেটো খেয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ইঁদুর মারার জন্য ওই টমেটোতে বিষ মিশিয়ে ছিলেন ওই নারী। গত ২০ জুলাই বিষ মেশানো সেই নুডুলস খান তিনি। এরপর হাসপাতালে ভর্তি হন ওই নারী।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ভুলবশত বিষ মেশানো সেই নুডুলস খান ৩৫ বছরের ওই নারী। এ ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের মালাদের (পশ্চিম) পাস্কাল ওয়াদিতে। মৃত্যু হওয়া নারীর নাম রেখা নিষাদ। তিনি তার স্বামী এবং দেবরের সঙ্গে ওই এলাকায় থাকতেন।
জানা গেছে, জীবিকা নির্বাহের জন্য বেশ কিছু কাজও করতেন রেখা। রেখা তার জবানবন্দিতে পুলিশকে বলেছেন, তিনি ইঁদুর মারার জন্য একটি টমেটোতে বিষ মাখিয়ে ছিলেন। টিভি দেখার সময় ভুলবশত তার নুডুলসে বিষযুক্ত টমেটো মিশিয়ে দেন তিনি।
ওই নুডুলস খাওয়ার পর রেখার স্বাস্থ্যের অবনতি হয়। পরে তাকে শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেখা। এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা সন্দেহজনক কিছু খুঁজে পাইনি। আমরা দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছি।