বরিশাল জেলার উজিরপুর মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস,আই সুদেব হালদার’র নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসভা ৭নং ওয়ার্ড থেকে একাধিক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল হোসেন সিকদার (৫০)কে দেড় কেজি গাঁজাসহ প্রেফতার করেছেন।
২৯ জুলাই শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে উজিরপুর পৌরসভা ৭নং ওয়ার্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার চৌকস এসআই সুদেব হালদার, এ এস আই আহছাব,এ এস আই আলমগীর হোসেন,সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আবুল হোসেন সিকদারকে গ্ৰেফতার করে।
এসময় তল্লাশি চালিয়ে তার সাথে থাকা সিমেন্টের বস্তা থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে এস.আই সুদেব হালদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
যাহার মামলা নং-২৫। গ্ৰেফতারকৃত মাদক ব্যবসায়ী আবুল হোসেন সিকদার, বরিশাল জেলার কোতয়ালী থানার ইছাকাঠী গ্ৰামের মজিদ সিকদারের ছেলে। এছাড়া মাদক ব্যবসায়ী আবুল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।