একটি চীনা রকেটের ভগ্নাবশেষ এই সপ্তাহান্তে পৃথিবীতে বিধ্বস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে অনিয়ন্ত্রিত ওই রকেটটি কোথায় পড়বে তা দেখা দিয়েছে শঙ্কা।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এটি যেকোনো জনবহুল এলাকায় পতিত হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু বিভিন্ন দেশ কীভাবে তাদের মহাকাশের আবর্জনার দায়িত্ব সামলাচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
চীনের মহাকাশ সংস্থার কাছে এর আগে নাসার আহ্বান জানিয়েছিল এমনভাবে তাদের রকেট ডিজাইন করতে যাতে সেগুলো পৃথিবীতে প্রবেশের সঙ্গে সঙ্গে ছোট ছোট টুকরো হয়ে যায়। সাধারণত অন্যান্য দেশ তাদের রকেট বানানোর ক্ষেত্রে এই নিয়ম অনুসরণ করে।
সাম্প্রতিক রকেটগুলো চীনের অসমাপ্ত মহাকাশ স্টেশনে যাচ্ছে, যা তিয়ানগং নামে পরিচিত। এসব রকেটের পৃথিবীতে নিয়ন্ত্রিত পুনঃপ্রবেশের ক্ষমতার অভাব রয়েছে।
সর্বশেষ লঞ্চটি ছিল রোববার। একটি লং মার্চ ৫ রকেট একটি ল্যাব মডিউল নিয়ে তিয়ানগং স্টেশনে পৌঁছায়। চীন সরকার বুধবার বলেছে, রকেটের পুনঃপ্রবেশ স্থলভাগে কারও জন্য খুব একটা ঝুঁকি তৈরি করবে না কারণ এটি সম্ভবত সমুদ্রে পতিত হবে।
তবে রকেটের টুকরোগুলো একটি জনবহুল এলাকায় পতিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। ২০২০ সালের মে মাসে আইভরি কোস্টে এ ধরনের এক ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।