‘যারা আগুন নিয়ে খেলে, শেষ পর্যন্ত নিজেরাই আগুনে পুড়ে যায়।’ এমনই আক্রমণাত্মক ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুঁশিয়ারি দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ান ইস্যু নিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দুই দেশের সম্পর্ক। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় জিনপিং কার্যত হুমকি দিলেন বাইডেনকে।
২ ঘণ্টা ১৭ মিনিটের ফোনালাপে জিনপিং বাইডেনকে নিষেধ করেন আগুন নিয়ে খেলতে। তিনি বলেন, যারা আগুন নিয়ে খেলে, শেষ পর্যন্ত নিজেরাই আগুনে পুড়ে যায়। আমি আশা করব আমেরিকা এই বিষয়টি বুঝতে পারবে। তাইওয়ান ইস্যুতে চিনের প্রশাসন ও সাধারণ মানুষের অবস্থান একই রকম দৃঢ়। চিনের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে আমরা স্থিতসংকল্প।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন যুক্তরাষ্ট্র সফরের সময় শি জিনপিংকে আতিথেয়তা দিয়েছিলেন বাইডেন। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত শি’র সাথে দেখা করেননি বাইডেন।
প্রসঙ্গত, তাইওয়ান ইস্যুতে চীনের সাথে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। অন্যদিকে চীনের প্রদেশ নয়, বরং নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে থাকে তাইওয়ান। তাইওয়ান মনে করে, তাইওয়ানের ভবিষ্যৎ তার দেশের জনগণের হাতেই থাকবে।