বরিশালের বানারীপাড়ায় মহাশ্মশানের স্নানঘাট উদ্বোধন ও গঙ্গা পুজা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই শনিবার কেন্দ্রীয় মহাশ্মশানে গঙ্গা পুজা অনুষ্ঠিত হয়। এরপরে মহাশ্মাশান সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে স্নানঘাট উদ্বোধন করা হয়।
উভয় এ মহতি অনুষ্ঠান মহাশ্মশানের কমিটির সভাপতি দেবাশীষ দাসের সভাপতিতে¦ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।
প্রায় ৪ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিতি স্নানঘাটটি স্বর্গীয় পিতৃদেব অমূল্য জীবন রায় ও মাতৃদেবী পারুল রায়ের আত্মার কল্যানার্থে তদ্বীয় পুত্র বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক শ্রী গৌরাঙ্গ লাল রায় কর্তৃক উৎস্বর্গ হয়।
সকাল ৮টায় গঙ্গা পুজার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে স্নানঘাটের উদ্বোধন করেন উদ্বোধক মেয়র এড. সুভাষ চন্দ্র শীল। এর পরপরইস্নানঘাটটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এ সময় বক্তারা স্বর্গীয় অমূল্য জীবন রায় ও পারুল রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং তদ্বীয় পুত্র গৌরাঙ্গ লাল রায় এবং পুত্রবধু যুথিকা রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার বাবু বেণী লাল দাস গুপ্ত, বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সম্পাদক অধ্যাপক দেব কুমার সরকার, শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ভক্ত কর্মকার, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমম রায় সুমন, সম্পাদক প্রসেনজিৎ বড়াল।
পৌর পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুমন দেবনাথের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাশ্মশানের কোষাধ্যক্ষ যোগেশ কর্মকার, প্রধান শিক্ষক প্রিয় লাল ঘোষ, শিক্ষক আশিষ ঘোষ, ব্যাংকার পান্না লাল কর্মকার, অবধূত সংঘের সভাপতি সুনিল কর্মকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন হালদার, উদয়কাঠি ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি মৃনাল কান্তি মন্ডল, যুব ঐক্য পরিষদের সভাপতি অসিম সরকার, সহ-সভাপতি পূর্নিমা ঘোষ দস্তিদার, সম্পাদক রিপন বনিক, শিক্ষক নেতা নৃপেন সমদ্দার, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হৃদয় সাহা, সম্পাদক কার্তিক বনিক, যুব ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অভিজিৎ বনিক, বানারীপাড়া সনাতনী ছাত্র ও যুব পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ডাক্তার সাগর চন্দ্র শীল।