বরিশাল:ভোলায় ১০টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সাতজন সদস্যকে আটক করেছে পুলিশ। এসব মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।বৃহস্পতিবার সদর উপজেলার ভেলুমিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
শুক্রবার সন্ধ্যায় জেলার পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার।
আটককৃতরা হলেন ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের মোঃ জিয়া (২৬) আলিনগর ইউনিয়নের মোঃ সোহাগ (২৩) উকিলপাড়া এলাকার মোঃ রাসেল (৪৩) চর ভেদুরিয়ার এলাকার মোঃ জাকির পন্ডিত (৩৯) মধ্য ভেদুরিয়ার গ্রামের মোঃ সালাউদ্দিন (২৮), একই গ্রামের মোঃ রাকিব (২৭), পশ্চিম ইলিশা ইউনিয়নের মোঃ আলী আজগর (২৫)।
তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি, মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন ও জাল কাগজপত্র তৈরি করাসহ বিভিন্ন ধারায় ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।