একের পর এ অস্বাভাবিক ঘটনার জন্ম হচ্ছে ভারতের মধ্যপ্রদেশে। কয়েকদিন আগে এক সিরিঞ্জ দিয়ে ৩০ শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়ার পর ঘটেছে আরেকটি আলোচিত ঘটনা। অল্প খরচে কোনো গাড়ি না পেয়ে হাসপাতাল থেকে মোটরসাইকেলে করে মায়ের মরদেহ বাড়িতে এনেছেন এক যুবক। সোমবার (১ আগস্ট) প্রদেশটির আনুপ্পুর জেলার গুদারু গ্রামে ঘটনাটি ঘটেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, প্রদেশের শাহোদল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক যুবক মায়ের মরদেহ মোটরসাইকেলে দড়ি দিয়ে বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছে। ঘটনাটি ভাইরাল হতেই দেশজুড়ে মধ্যপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মায়ের মরদেহ বেঁধে নিয়ে যাওয়া ওই যুবকের নাম সুন্দর যাদব। আর তিনি তার মা জয়মন্ত্রী যাদবকে নিয়ে গেছিলেন শাহোদল মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার রাতে মায়ের মৃত্যু হয়। পরে মায়ের মরদেহ গ্রামে নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে শবদেহবাহী গাড়ি চান সুন্দর। কর্তৃপক্ষ জানায়, গুদারু গ্রামে মরদেহ নিয়ে যেতে পাঁচ হাজার রুপি লাগবে। এই টাকা না থাকায় ১০০ রুপি দিয়ে কাঠের পাটাতন কিনে তার ওপর মরদেহ রেখে দড়ি দিয়ে বাঁধেন সুন্দর। পরে মায়ের মরদেহ হাস ৮০ কিলোমিটার দূরের গ্রামে নিয়ে যান তিনি।
সুন্দর যাদব জানান, হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় মাকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করি। পরে অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুই হাসপাতালেই চিকিৎসক ও নার্সদের গাফিলতি ছিল চরম। তাদের কারণে আমার মা মারা গেছেন।
এর আগেও ওই হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগ দিয়েছেন অনেকেই। তবে এর সুরাহা হয়নি কখনো।