সম্প্রতি রেল লাইনে সৌরপ্যানেল বসিয়ে যৌথভাবে পরীক্ষা চালাচ্ছে জার্মান রেলওয়ে ও বৃটিশ এনার্জী কোম্পানী । এভাবে প্রতি কিলোমিটার রেললাইন থেকে 0.01 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
জার্মানীতে ৩৩ হাজার কিলোমিটার করে টু-ওয়েতে মোট ৬৬ হাজার কিলোমিটার রেললাইন রয়েছে। এতে বিশ্বে বিদ্যুৎ উৎপাদনের ধারণাটাই পাল্টে যেতে পারে এতে! আর ডিজেল চালিত রেল ইঞ্জিনের পরিবর্তে পরিবেশবান্ধব ইলেকট্রিফাইং রেল নিয়ে যে পরীক্ষা চলছে তাও সফল হতেপারে।
এরআগে সৌরশক্তি চালিত নতুন একটি প্রকল্পটি গ্রহণ করে ক্লাইমেট অ্যাকশন ও ইমপেরিয়াল কলেজ যৌথ উদ্যোগে । তারা ২০২০ সালে বৃটেনের হ্যাম্পশায়ারে চালু করে বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত রেল লাইন। তখান ১০০টি সৌর প্যানেলের মাধ্যমে ওয়েসেক্স রুটে লাইট ও সিগন্যাল সিস্টেম চালু করা হয়। উদ্যোক্তারা আশা করছেন এর মাধ্যমে ভবিষ্যতে সৌরশক্তি চালিত ট্রেন চলাচলের পথ সৃষ্টি হলো।
বৃটেনের হ্যাম্পশায়ারের এলডারশট এলাকায় একটি সোলার ফার্ম থেকে ১০০টি সোলার প্যানেলের মাধ্যমে একটি রেল লাইনে ৩০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। যাদিয়ে বিশ্বে প্রথম কোনো রেল লাইনে সৌরশক্তির মাধ্যমে সিগন্যাল ও লাইটিংয়ের ব্যবস্থা করা হয়।