সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) মধ্যরাতে তাদের আটক করা হয়।
এদিকে, দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালের পরিচালক ও কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।