আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে রবিবার রাত ১২ টার সময় বিয়ের অনুষ্ঠানে মাইক বাজানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। জানা গেছে, আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের নুর মহম্মদ গাজীর বাড়িতে রবিবার রাতে মেয়ের ঘরের নাতি ফাহিমা বেগমের বিয়ের অনুষ্ঠান চলছিল।
বিয়ের অনুষ্ঠানে মাইক বাজাতে বাধা দেয় একই বাড়ির কামাল কাজী। এ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কামাল গাজী (৪০) শহীদুল গাজী (২৮), মোশারেফ হোসেন গাজী (৫০), হেলাল গাজী (৩০) সেলিনা বেগম (৬০) আহত হন।
আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেন। কামল গাজীর অবস্থা সংকাটাপন্ন হওয়ায় ওই রাতেই তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নুর মহম্মদ গাজী অভিযোগ করে বলেন, কামাল গাজী এবং তার লোকজন আমার নাতির বিয়ের অনুষ্ঠান বানচাল করতে হামলা করে আমাদের আহত করেছে। হামলার অভিযোগ অস্বীকার করে কামাল গাজী বলেন, পারিবারিক বিষয নিয়ে মারামারি হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।