ছবি: এনডিটিভি
চীনের দফায় দফায় হুঁশিয়ারির মধ্যেই তাইওয়ানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) তাইওয়ানের রাজধানী তাইপে বিমানবন্দরে তাকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে, ন্যান্সি পেলোসি তাইওয়ানে পৌঁছানোর সংবাদে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ সম্পর্কে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমকে বলেন, ‘তাইওয়ান প্রণালী অঞ্চলে উত্তেজনা বাড়াতে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে। এর সম্পূর্ণ দায়দায়িত্ব দেশটিকে নিতে হবে। পাশাপাশি, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাগত স্বার্থকে অবমূল্যায়নের জন্য মূল্যও পরিশোধ করতে হবে যুক্তরাষ্ট্রকে।
এদিকে, ন্যান্সি পেলোসির সাম্প্রতিক এ সফর ঘিরে মঙ্গলবার দিনভর তাইওয়ান সীমান্তের আকাশসীমায় টহল দিয়েছে চীনা যুদ্ধবিমান। ন্যান্সি তাইপেতে অবতরণের কিছু আগে তাইওয়ান প্রনালী অতিক্রম করে এই দ্বীপভূখণ্ডের আকাশ সীমায় বেশ কয়েকটি চীনা বিমান প্রবেশ করেছে বলে জানা গেছে।
এদিকে, ন্যান্সি পেলোসির সাম্প্রতিক এ সফর ঘিরে মঙ্গলবার দিনভর তাইওয়ান সীমান্তের আকাশসীমায় টহল দিয়েছে চীনা যুদ্ধবিমান। ন্যান্সি তাইপেতে অবতরণের কিছু আগে তাইওয়ান প্রনালী অতিক্রম করে এই দ্বীপভূখণ্ডের আকাশ সীমায় বেশ কয়েকটি চীনা বিমান প্রবেশ করেছে বলে জানা গেছে।
চীনা যুদ্ধবিমানের সম্ভাব্য হামলা এড়াতে চীন সাগর এড়িয়ে ফিলিপাইন ঘুরে তাইপেতে পৌঁছেছে পেলোসিকে বহনকারী উড়োজাহাজটি। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সি-৪০সি যুদ্ধবিমানের একটি বহর অবশ্য সারক্ষণই উড়োজাহাজটির নিরাপত্তার দায়িত্বে ছিল।
১৯৯৭ সালের পর এই প্রথম মার্কিন কোনো শীর্ষস্থানীয় রাজনীতিক তাইওয়ান সফরে গেলেন।