সামান্য ভুল বোঝাবুঝিতে বিশ্বে ভয়াবহ পারমাণবিক দুর্যোগ নেমে আসতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। সোমবার (১ আগস্ট) অর্ধশতাব্দী পুরোনো পারমাণবিক বিস্তার নিরোধ চুক্তি পুনর্বিবেচনার বিষয়ে একটি সভায় এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব।
পরমাণু অস্ত্রের বিস্তার রোধে নিরোধ চুক্তি হলেও এখন পর্যন্ত এটা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি, অভিযোগ সদস্য দেশগুলোর। বিশ্ব বর্তমানে ভয়াবহ পরমাণু ঝুঁকির মুখে আছে বলে সভায় মন্তব্য করেন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানির প্রতিনিধিরাও। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ২০১৫ সালের সবশেষ রিভিউ কনফারেন্সে বিশ্বের দেশগুলোর মধ্যে পরমাণু নিয়ে যে মতপার্থক্য ছিলো ২০২২ সালে তা কয়েকগুণ বেড়েছে। আন্তেনিও গুতেরেস সতর্ক করে বলেন, মিথ্যা নিরাপত্তার আশায় দুনিয়াব্যাপী ১৩ হাজারের বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে বিশ্বের বহু দেশ। সূত্র: ডয়চেভেলে