ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত নানান বিতর্কিত মন্তব্য অনেকবার আলোচনায় এসেছেন। মল্লিকা পর্দায় যেমন সাহসী, পর্দার বাইরেও তেমনি সাহসীকতার ছাপ রাখেন বিভিন্ন মন্তব্য আর কর্মকাণ্ডের মধ্যে দিয়ে।
সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘আরকে/আরকেওয়াই’ সিনেমা। ফের সাক্ষাৎকারে তার মন্তব্যে হৈচৈ পড়ে গেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। মল্লিকা বিটাউনের শীর্ষ নায়কদের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা বলেছেন, ‘সব শীর্ষ স্থানীয় নায়ক আমার সঙ্গে কাজ করবে না বলে জানিয়ে দিয়েছিল। কারণ, আমি তাদের সঙ্গে কোনো রকম সমঝোতার পথে হাঁটিনি। এসব প্রথম সারির নায়কের সেসব নায়িকা পছন্দ, যাদের তারা নিজেদের হাতের মুঠোর মধ্যে রাখতে পারবে। নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবে। আর তাদের সঙ্গে সমঝোতা করতে পারবে। কিন্তু আমি মোটেও এ রকম নই। আর আমার ব্যক্তিত্ব এ রকম নয়।’
মল্লিকা আরও বলেন, ‘আমি নিজেকে অন্যের ইচ্ছা অনুযায়ী চালাতে পারি না। কোনো নায়ক যদি রাত তিনটার সময় আপনাকে ফোন করে ডাকে, তাহলে আপনাকে ছুটতে হবে। আপনি যদি বলিউড বৃত্তের অংশ হন বা আপনি যদি সেই নায়কের সঙ্গে ছবি করছেন, তাহলে আপনি ছুটে যেতে বাধ্য। আর আপনি যদি সেই নায়কের ডাকে সাড়া না দেন, তাহলে সেই ছবি থেকে বাদ পড়বেন, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি কাস্টিং কাউচের সঙ্গে সমঝোতা করিনি বলে অনেক ছবি থেকে আমি বাদ পড়েছি।’
মল্লিকা কিছুদিন আগে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে রীতিমতো কটাক্ষ করেছিলেন। মল্লিকা বলেছিলেন, দীপিকা যে ধরনের সাহসী বা অন্তরঙ্গ দৃশ্য এখন করছেন, তিনি তা ২০০৪ সালে ‘মার্ডার’ ছবিতে করেছিলেন। মল্লিকা বিরক্তি প্রকাশ করে বলেছিলেন যে এসবের জন্য আজ দীপিকার প্রশংসা করা হচ্ছে, অথচ তার কপালে জুটেছিল শুধুই বঞ্চনা আর নোংরা নোংরা মন্তব্য।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া