দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। ছয় দিনের ব্যবধানে ভরিতে ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮২ হাজার ৩১৯ টাকা। বৃহস্পতিবার থেকে নতুন এ দর কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ২১ ক্যারেটের স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ৬১৫ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৭ হাজার ৪১৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা।
দেশে স্বর্ণের দাম বাড়লেও, রুপার দাম অপরিবর্তিত আছে।