ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে সিলেটের গোলাপগঞ্জে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যার পর উপজেলা সদরে পৌর ছাত্রদলের উদ্যোগে এ মশাল মিছিল হয়।
মিছিলটি পৌর শহরের চৌমুহনী থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা দক্ষিণ সড়কে গিয়ে শেষ হয়। খবর পেয়ে থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদরে আসামাত্রই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এদিকে রাতে উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায়ও বিক্ষোভ মিছিল হয়েছে।