এ বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। আগামী অক্টোবর-নভেম্বরে শুরু হবে কুড়ি-বিশের ধুন্ধুমার এই টুর্নামেন্ট। এই বিশ্বকাপের আগে এশিয়া কাপও খেলবে বাংলাদেশ। এ দুই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এটা দূর করার জন্য বৈঠকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ৪ জনের নাম প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে রয়েছেন লিটন দাসও।
মাহমুদউল্লাহ রিয়াদকে নেতৃত্ব থেকে সরিয়ে জিম্বাবুয়ে সফরে টাইগারদের পাঠানো হয় নুরুল হক সোহানের নেতৃত্ব। কিন্তু তার পারফরম্যান্সেও সন্তুষ্ট না বোর্ড। ফলে তাকে না রাখার পক্ষে অনেকে।
এদিকে পুরোনো অধিনায়ক সাকিব আল হাসানকেও বিবেচনায় রাখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (৪ আগস্ট) বোর্ড সভার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অন্যতম এজেন্ডা ছিল এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য নতুন অধিনায়কের দায়িত্ব নিয়ে।
বোর্ড সভা শেষে এদিন বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্বের জন্য সম্ভাব্য চার জনের নাম প্রকাশ করেন। তারা হলেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান ও লিটন দাস।
পাপন বলেন, এই চারজন থেকে একজনের নেতৃত্ব বাংলাদেশ দল এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলবে। যদিও এদের একজন ইতোমধ্যে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন। তবে সে ক্রিকেটারের নাম প্রকাশ করেননি বিসিবি বস। আর লিটন দাস যদি অধিনায়কত্ব পান সেটা হবে তার প্রথম অধিনায়কত্ব।