বরিশালঃ বরিশালের বাবুগঞ্জে মো. দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যাক্তিকে জালটাকার নোটসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়ারা।
বৃহস্পতিবার উপজেলার রাকুদিয়ার নতুন হাট এলাকা থেকে নগদ ১১ হাজার জাল টাকাসহ আটক করা হয়।
আটক দেলোয়ার হোসেন উপজেলার কেদারপুর ইউনিয়নের মন্নান হাওলাদারের ছেলে। জানাযায়, দেহেরগতি ইউনিয়নের খাদেম আলীর নামের এক মাছ ব্যাবসায়ীর কাছ থেকে মাছ ক্রয় করেন দেলোয়ার হোসেন।
মাছের টাকা প্রদান করার সময় মাছ ব্যবসায়ী জালটাকা সন্দেহ হলে স্থানীয় লোকজনকে ডেকে জাল টাকা সনাক্ত করা হলে দৌড়ে পালানোর চেষ্টা করেন দেলোয়ার হোসেন।
পরে স্থানীয়ারা দেলোয়ার হোসেনকে ধরে থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে জাল টাকা সহ সোপর্দ করেন।
স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন পেশাদার জাল নোট ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। বাবুগঞ্জ থানার পরিদর্শক মো. অলিউল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।