ডেটা নিরাপত্তা ঝুঁকির কারণে টিকটক অ্যাকউন্ট বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট। কয়েকদিন আগেই অ্যাকাউন্টটি চালু করা হয়। পার্লামেন্টের সদস্যদের দাবির মুখেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসি
টিকটকের কারণে চীন সরকারের কাছে তথ্য পাচার হতে পারে এমন শক্তা প্রকাশ করেছে যুক্তরাজ্যের জনপ্রতিনিধিরা। তবে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স বলছে তাদের ওপর চীন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।
অ্যাকাউন্টটি একটি পরীক্ষামূলক উদ্যোগ ছিল। এর মাধ্যমে মাধ্যমে পার্লামেন্টের প্রাসঙ্গিক কনটেন্ট তরুণ দর্শকদের কাছে পৌঁছানোর সম্ভাব্য উপায় পরীক্ষা করে দেখছিলাম আমরা বলেন একজন পার্লামেন্ট সদস্য।
যুক্তরাজ্য পার্লামেন্টের এক মুখপাত্র টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদস্যদের প্রতিক্রিয়ার ভিত্তিতে আমরা যুক্তরাজ্য পার্লামেন্টের পাইলট টিকটক অ্যাকাউন্টটি আগেভাগেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর টিকটকের এক মুখপাত্র বিবিসিকে জানায়, ব্রিটিশ পার্লামেন্ট অ্যাপের ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ তৈরি করার উদ্যোগটি বন্ধ করে দেওয়ায় তারা ‘আশাহত’।
ডেটা নিরাপত্তা নিয়ে শঙ্কিত পার্লামেন্ট সদস্যদের নিশ্চিন্ত করতে, ‘প্ল্যাটফর্ম নিয়ে যে কোনো ভুল বোঝাবুঝি’ দূর করতে রাজি আছে বলে জানিয়েছে টিকটক।