আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসছে বাংলাদেশে সামাজিক মাধ্যমে পরিচিতি পাওয়া হিরো আলমের নাম। ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) সহ বেশ কিছু গণমাধ্যমের কাছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ডেকে নিয়ে তাকে অপমান-অপদস্থ করাসহ রবীন্দ্রনাথ-নজরুলের গান না গাওয়া, নাম থেকে ‘হিরো’ শব্দ বাদ দেওয়া নিয়ে পুলিশি কর্মকাণ্ডের সমালোচনা ও প্রতিবাদ করেন তিনি। আর সামাজিক মাধ্যম ফেসবুকে এসব এখন ভাইরাল।
আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে হিরো আলম বলেন, ‘আমি যদি কথা বলতে বা গান গাইতে না পারি তাহলে এটা অবশ্যই আমার অধিকারের লঙ্ঘন।’
গত ২৭ জুলাই ভোরে রামপুরার অফিস থেকে হিরো আলমকে তুলে আনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রায় ৮ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত একটি খণ্ড নাটকে পুলিশ কনস্টেবলের পোশাক পরে ডিআইজির ভূমিকায় অভিনয় করা নিয়ে তাকে তুলে আনা হয়।