আমতলী প্রতিনিধিঃ আমতলীতে রবিবার সকাল ১০টায় হলদিয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনভর এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক
দাতা সংস্থা সুইস কন্টাক্ট এর সহাতায় এনএসএস আস্থা প্রকল্পের মাধ্যমে এ ক্যাম্পের আযোজন করে।
দ্যিালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক।
সভায় বক্তব্য রাখেন সুইস কন্টাক্ট এর প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম স্বপন, এনএসএস এর প্রোগ্রাম পরিচালক মো. জহিরুল ইসলাম ও আমুতোষ রায় ও প্রধান শিক্ষক মো. মহসীন মোল্লা প্রমুখ। ক্যাম্পের মাধ্যমে হত দরিদ্র ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।