বরিশাল জেলা পুলিশের মাসিক সামগ্রিক পারফর্মেন্সের ও অপরাধ সভায় ২০২২ সালের আগস্ট মাসের জেলা সামগ্রী পারফর্মেন্সের ভিত্তিতে
দ্বিতীয় শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর বিশেষ পুরুস্কার পেয়েছে মুলাদী থানার মো.মাহাবুব ইসলাম (এসআই)।
তিনি জুলাই থেকে আগস্ট মাসের শেষ্ঠ এসআই নির্বাচিত হন। (৬ আগস্ট) শনিবার বরিশাল পুলিশ সুপারের সভাকক্ষে তার হাতে পুরস্কার তুলে দেন। পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো.মারুফ হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান প্রমুখ। এসআই মো.মাহাবুব জানান, আমাকে পুরস্কৃত করায় আমার পেশাগত দায়িত্ব আরো বেড়ে গেল।