বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম।
সভার শুরুতে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে সবার সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পুলিশ বাহিনীর সব সদস্যকে ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে কল্যাণ সভার শুরুতে সভাপতি বিএমপি’তে কর্মরত ৫ জন পুলিশ সদস্য মো. জাকির হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. নেছার উদ্দিন, মো. আবুল হোসেন হাওলাদার ও মো. আঃ সালাম সহ সকলকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।
এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. মনজুর রহমান সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।