প্রথম ওয়ানডেতে ৩০৩ রান করেও পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে রান করেছিল আরও কম। তাই আজও পেরে ওঠেনি কথিত টাইগাররা। ২৯১ রানের লক্ষ্য সহজেই পার করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। ৫ উইকেট ও ১৫ বল বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে সিকান্দার রাজারা।
প্রথম ম্যাচে অনবদ্য সেঞ্চুরি পাওয়া সিকান্দার রাজা আজও ১১৭ রানের ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন।
সংক্ষিপ্ত স্কোর: টস: জিম্বাবুয়ে
বাংলাদেশ: ২৯০/৮ (৫০ ওভার), মাহমুদউল্লাহ ৮৭*, তামিম ৫০, আফিফ ৪১ ও শান্ত ৩৮। সিকান্দার ৩/৫৬, মাদভেরে ২/৪০।
জিম্বাবুয়ে: ২৯১/৫ (৪৭.৩), সিকান্দার রাজা ১১৭*, রেগিস চাকাবভা ১০২, মউঙ্গা ৩০, মারুমানি ২৫। হাসান ২/৪৭, মিরাজ ২/৫০, তাইজুল ১/৪৮।
রেজাল্ট: জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী।
সিরিজ রেজাল্ট: ৩ ম্যাচের সিরিজের দুই ম্যাচ শেষে জিম্বাবুয়ে ২-০ বাংলাদেশ।