রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে একটি সামরিক ঘাঁটির কাছে বিশাল বিস্ফোরণে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্রেমলিনের নিযুক্ত আঞ্চলিক প্রশাসক।
সের্গেই আকসিয়নভ সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, উপদ্বীপের পশ্চিম উপকূলে নভোফেডোরিভকার কাছে সাকি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ছবিতে একাধিক বিস্ফোরণ দেখা গেছে। তবে এখন পর্যন্ত এনিয়ে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি।
পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কিছু গোলাবারুদের বিস্ফোরণ ঘটনো হয়েছে। তবে বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয় দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা রাইকে জানিয়েছে, গোলাবারুদের বিস্ফোরণের কারণে কোন ধরনের আগুনের ঘটনা ঘটেনি।
সংবাদ সংস্থা রয়টার্স তিন ব্যক্তির বরাতে জানিয়েছে, ক্রিমিয়ায় রুশ বিমান ঘাঁটির কাছে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তারা। কমপক্ষে ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।
২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া৷ এরপর গণভোট করে ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ডে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়া ইউক্রেনে হামলা করলেও রুশ কোনো অঞ্চলে ইউক্রেন সরাসরি আঘাত করেনি৷ এখন রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার বিমান ঘাঁটিতে কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়৷