জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ার প্রতিবাদে আগামীকাল রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এ সমাবেশ শুরুর কথা রয়েছে। তবে সকাল গড়ানোর পর থেকেই নয়াপল্টন ঘিরে নেতাকর্মীদের ঢল নামবে বলে ধারণা করছেন মহানগর বিএনপির নেতারা।
বুধবার বিকেলে ঢাকা মহানগর বিএনপির উভয় অংশের নেতারা নয়াপল্টনে সমাবেশস্থল পরিদর্শন করেছেন।
এসময় মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনি, আজিজুল বারী হেলাল, আকরামুল হাসান মিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরিফা সুলতানা রুমা জাগো নিউজকে বলেন, আমরা আজ সমাবেশস্থল পরিদর্শন করেছি। বুধবার রাত থেকেই অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ শুরু হবে। আশা করি, আগামীকালের সমাবেশ মহাসমাবেশে পরিণত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।
দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশ সঞ্চালনা করছেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।