পিরোজপুরের মঠবাড়িয়ায় বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের মঠবাড়িয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ বাদল হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এম জাফরান হারুন, সাংবাদিক শাকিল আহমেদ, আঃ রহমান আল নোমান, শামীমা সুলতানা রোজী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের মহিলা সম্পাদিকা ফাহিমা আক্তার। পরে সর্বসম্মতিক্রমে সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদারকে সভাপতি ও শামীমা সুলতানা রোজীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য কমিটি মঠবাড়িয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আঃ রহমান আল নোমান, সহ-সভাপতি ফাহিমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মধূ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন আকন।