জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া সমন্বয়ের কথা থাকলেও এখনো ভাড়া বাড়েনি।
নৌ-বন্দর সূত্রে জানা যায়, নৌ-পরিবহণ মন্ত্রী ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান দেশের বাইরে থাকায় এখনো কোন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ১৩ আগস্ট (শনিবার) তারা দেশে আসলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
তবে অভিযোগ রয়েছে কিছু কিছু লঞ্চ, তেলের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে যাত্রীদের হয়রানি করছে।
এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিপরীতে লঞ্চ মালিকরা ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডাব্লিউটিএ) চিঠি দিয়েছেন।
তবে ভাড়া কত বাড়বে, তা আলোচনা শেষে প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ জন্য গঠন করা হয়েছে সাত সদস্যের কমিটিও।
লঞ্চ মালিকরা লঞ্চভাড়া প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটার দুই টাকা ৩০ পয়সা থেকে