রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মঞ্জু মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ডেমড়া শুন্নাটেংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টার দিকে মঞ্জুকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- অটোরিকশা চালক হুমায়ুন কবির সুমন (২৯) ও যাত্রী আল আমিন (৩৫)।
আহত হুমায়ুন জানান, কোনাবাড়ি থেকে শুন্নাটেংরা রোডে রিকশা চালান তিনি। রাতে যাত্রী নিয়ে শুন্নাটেংরা এলাকায় যাচ্ছিলেন। তখন একটি দ্রুত গতির মোটরসাইকেল সাইড দিতে গিয়ে সজোরে ব্রেক করেন তিনি। এতে অটোরিকশাটি উল্টে যায়। ওই রিকশাতে ছিলেন মঞ্জুসহ অন্য আরেক যাত্রী।
নিহত মঞ্জু মিয়ার ছেলে মো. শাহাদত হোসেন জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে শুন্নাটেংরা এলাকায় থাকেন। তার বাবা মঞ্জু দিনমজুরের কাজ করতেন। কাজ শেষ করে অটোরিকশায় করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত দুইজনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।