বরিশাল: বরিশাল নদীবন্দর এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মো. রাব্বি খান (২৯) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় অপর দুই যুবক পালিয়েছেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ জানান, গোয়েন্দা শাখার জোন-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নদীবন্দর এলাকায় অভিযান চালায়।
এ সময় অভিযানে রাব্বিকে দুই কেজি গাজাসহ আটক করা হয়। তিনি নগরের পদ্মাবতী রোড এলাকার শাহ আলম খানের ছেলে।
তিনি বলেন, অভিযানের সময় পলাতক দুজন হলেন বরিশাল নগরের রসুলপুর কলোনির মো. রিফাত শাহ (২৮) ও আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকার মো. আমীন (২৫)। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।