রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে ইয়ামিন আহমেদ (২৬) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। কনস্টেবল ইয়ামিন আহমেদ (২৬) ডিএমপির পিওএম এ কর্মরত ছিলেন।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান সত্যতা নিশ্চিত করেন।
কামরুল হাসান বলেন, বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মাঝামাঝি রেললাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাটছিল ইয়ামিন। ট্রেন আসতে দেখে তিনি পাশের লাইনে যান। কিন্তু সে সময়ে পাশের লাইন দিয়ে আরেক ট্রেন আসছিল, তা তিনি খেয়াল করতে পারেননি। ওই লাইন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রান হারান তিনি। তবে কি কারণে সেখানে ইয়ামিন গিয়েছিল সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।
তিনি আরও বলেন, সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ইয়ামিনের দেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরের বাসিন্দা ইয়ামিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। তবে তার পরিবার থাকে সিলেট কোম্পানীগঞ্জ।
নিহত ইয়ামিনের বাবা নুরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে ইয়ামিনের স্ত্রী ঢাকায় এসেছিল। স্ত্রীকে গতরাতে সিলেটের উদ্দেশ্যে বাসে তুলে দিয়েছিল ইয়ামিন। পাঁচ বোন ছয় ভাইয়ের মধ্যে ইয়ামিন ছিলেন অষ্টম।