চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলার পদ্মা নদীর সীমানায় অভিযান চালিয়ে ৫ জন জলদস্যুকে আটক করেছে নৌপুলিশ। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে তাদের কাছ থেকে একটি স্পিডবোটসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র, ২০টি মোবাইল ফোন এবং দুটি পাইপগান উদ্ধার করা হয়।
গত কয়েকদিন ধরে চাঁদপুর ও মুন্সিগঞ্জের পদ্মা নদীতে জলদস্যুর উপদ্রব বেড়েছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নৌপুলিশের কয়েকটি দল অভিযান শুরু করে। এদিকে দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানের পর এসব জলদস্যুকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর কাউদিয়ার চর থেকে আটক করে নৌপুলিশ।
আটককৃতরা হলেন- আক্তার হোসেন, ইকবাল মুন্সি, আবুল বাশার, শাকিল দেওয়ান এবং মো. ইয়ামিন। তাদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা সবাই পেশাদার জলদস্যু।
এ বিষয়ে শুক্রবার (১২ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুরে নৌপুলিশের আঞ্চলিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন অঞ্চলপ্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, আটক জলদস্যুদের বিরুদ্ধে নৌপুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে আদালতের মাধ্যমে এই ৫ জলদস্যুকে জেলহাজতে পাঠানো হয়েছে।