রাজধানীর লালবাগ থানার শহীদ নগর এলাকায় গলায় ফাঁস দিয়ে মামুন বেপারী (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আব্দুল আলী বলেন, মামুন বেপারী লালবাগের শহীদ নগর ৩ নম্বর গলির মকবুলের বাসায় ভাড়া থাকতেন। ভিতর থেকে দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলে থাকেন মামুন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান তিনি বেঁচে নেই। তবে কি কারণে সে ফাঁসি দিয়েছে তা জানি না।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে জানিয়েছি।