বিজয় থালাপতির পরবর্তী সিনেমা ‘থালাপতি ৬৭’। ছবিতে দুই প্রধান নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য সামান্থা রুথ প্রভু এবং ত্রিশাকে যুক্ত করা হয়েছে। খলনায়কের তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত এবং পৃথ্বীরাজ সুকুমারনের মতো অভিনেতারা। বাকি ৪ খলনায়ক চরিত্রে চারজন তেলুগু তারকার অভিনয়ের কথা রয়েছে।
তামিল সুপারস্টার বিজয় থালাপতি বর্তমানে ব্যস্ত রয়েছেন পরিচালক ভামশি প্যাডিপেলির ‘ভারিসু’ সিনেমার কাজে ।
এদিকে বিজয় অভিনীত পরবর্তী সিনেমাটি পরিচালনা করছেন ‘বিক্রম’ খ্যাত নির্মাতা লোকেশ খানাগরাজ। নাম ঠিক না হওয়া সিনেমাটি বর্তমানে ‘থালাপতি ৬৭’ নামে পরিচিত। কিছুদিন আগে জানা যায়, নির্মাতা লোকেশ বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ করছেন।
সম্প্রতি জানা গেছে, বিজয় থালাপতি ‘ভারিসু’ সিনেমার কাজ শেষ করে পরবর্তী ‘থালাপতি ৬৭’-এর শুটিং শুরু করবেন। সম্ভবত এ বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির কাজ।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিনেমাটিতে বিজয়ের সঙ্গে দুইজন নায়িকাকে দেখা যাবে। দুই প্রধান নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য সামান্থা রুথ প্রভু এবং ত্রিশাকে যুক্ত করা হয়েছে। এমনকি ত্রিশা সিনেমাটিতে বিজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন বলেও জানা গেছে।
বিজয়ের নতুন এ সিনেমায় মোট ছয়জন খলনায়ক অভিনয় করছেন। আর এই খলনায়কের চরিত্রে অভিনয়ের তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত এবং পৃথ্বীরাজ সুকুমারনের মতো অভিনেতারা। বাকি ৪ খলনায়ক চরিত্রে চারজন তেলুগু তারকার অভিনয়ের কথা রয়েছে। এর মাধ্যমে সঞ্জয় দত্ত প্রথমবারের মতো তামিল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।
বিজয়ের নতুন এ সিনেমাটি প্রযোজনা করছে সেভেন স্ক্রিন স্টুডিও। সর্বশেষ খবর অনুযায়ী, ২০২৩ সালের দ্বিতীয়ার্ধের একটি প্রধান ছুটির দিন সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।
এদিকে তামিলে নির্মাতাদের মধ্যে এ মুহূর্তে সবচেয়ে আলোচিত লোকেশ খানাগরাজ। এ পরিচালকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রম’ তামিল ইন্ডাস্ট্রি হিট হিসেবে আবির্ভূত হয়েছে। ‘বিক্রম’ সিনেমার পর লোকেশ ‘থালাপতি ৬৭’ সিনেমার মাধ্যমে আবারও বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে। এ ছাড়া তিনি বিজয়ের সিনেমাটির পর ‘কাইথি’ সিনেমাটির দ্বিতীয় পর্ব নির্মাণের কাজ শুরু করবেন বলেও জানা গেছে। সর্বশেষ খবর অনুযায়ী আগামী বছরেই শুরু হতে যাচ্ছে ‘কাইথি ২’ সিনেমার দৃশ্যধারনের কাজ।
‘থালাপতি ৬৭’ সিনেমার আগে বিজয় লোকেশ খানাগরাজ পরিচালিত ‘মাস্টার’ সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটি করোনার সময়ে সীমিত আসনে মুক্তি পেয়েও তামিল নাড়ুতে ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিল। বর্তমানে এই সিনেমাটি ছাড়াও লোকেশ খানাগরাজের ‘কাইথি ২’ এবং ‘বিক্রম ২’ সিনেমাগুলোর নির্মানের কথা রয়েছে।
সূত্র: ফিল্মিমাইক