বরিশালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন বন্দর থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার ( ১৩ আগস্ট) পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল।
গ্রেফতারকৃতরা হলো, নগরীর ১৬নং ওয়ার্ডের গোড়াচাঁদ দাস রোড শান্ত নীড়ের মৃত আবুল হাসেন মিঞার ছেলে মিল্টন মিঞা (৪৭) এবং চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বরইতলা এলাকার মো. জাহাঙ্গীর খানের ছেলে মো. মোস্তফা ওরফে রনি ছোট্র (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯ টার দিকে নগরীর বিএম কলেজ রোড তালভিটা ১নং গলির সিদ্দিকুর রহমান গাজীর মালিকানাধীন “গাজী মহল” এর নিচ তলার পশ্চিম পাশের ফ্লাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঐ ভবনের ভাড়াটিয়া মাদক কারবারি মিল্টন মিঞাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এর আগে একই দিন বিকেল পৌনে ৫ টার দিকে চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বরইতলা এলাকার মোস্তফা ওরফে রনি ছোট্রর বাসায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।