ধানুষ সম্প্রতি যে ছবিতে কাজ করছেন সেটা নেটফ্লিক্সের ইতিহাসের সর্বাধিক ব্যয়বহুল ছবি। ১০০, ২০০, ৩০০ নয় একেবারে ৩১৯ কোটি টাকা খরচ হবে শুধু ছবিটির একটা দৃশ্যের শুটিংয়ের জন্য।
দক্ষিণের জনপ্রিয় তারকাদের অন্যতম ধানুষ। আকর্ষণীয় বডি নয়, দর্শকের মন তিনি জয় করেছেন ভুবন ভোলানো হাসি আর অভিনয় দক্ষতা দিয়ে। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এ অভিনেতা এবার হলিউডে যাচ্ছেন বিগ বাজেটের ছবি করতে।
বর্তমানে বলিউডে সিনেমা থেকে বিভিন্ন ওয়েব সিরিজ, দক্ষিণের সিনেমা এবং হলিউডের সিনেমা দেখতে বেশি পছন্দ করছেন দর্শকেরা। এমনকি দক্ষিণের এমন অনেক তারকা রয়েছেন যারা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। তাদের মধ্যেই একজন হলেন ধানুষ, যিনি নেটফ্লিক্সের ইতিহাসে সর্বাধিক খরচের সিনেমায় কাজ করছেন।
সম্প্রতি ধানুষ যে ছবিতে কাজ করছেন সেটা নেটফ্লিক্সের ইতিহাসের সর্বাধিক খরচের ছবি। নেটফ্লিক্সের সর্বাধিক ব্যয়বহুল ছবি হতে চলেছে ‘দ্য গ্রে ম্যান’। বিখ্যাত মার্ভেল অ্যাভেঞ্জার সিরিজের নির্মাতা রুশো ব্রাদার্স থাকছেন এ ছবি তৈরির দায়িত্বে। মূলত অ্যাকশন গোছেরই হতে চলেছে ছবিটি, যেখানে দক্ষিণী সুপারস্টার ধানুষকে দেখা যাবে।
আরও পড়ুন: এ যেন আরেক ইলন মাস্ক!
ইতোমধ্যেই সিনেমার বাজেট নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ছবির একটি দৃশ্যের জন্য যে খরচের অঙ্ক প্রকাশ্যে এসেছে সেই টাকায় হয়তো আস্ত ৩টি বলিউডের ছবি তৈরি করা সম্ভব। ১০০, ২০০, ৩০০ নয় একেবারে ৩১৯ কোটি টাকা খরচ হবে শুধু একটা দৃশ্যের শুটিংয়ের জন্য।
ছবির একটা দৃশ্যের খরচ যদি এত হয় তাহলে সম্পূর্ণ ছবির বাজেট কত? মোট ১৬০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে ‘দ্য গ্রে ম্যান’ ছবিটি। বিশ্বের অদ্ভুত সুন্দর সব লোকেশনে শুটিং হবে এ ছবির।
কিন্তু একটা দৃশ্যের জন্য ৩১৯ কোটি, এত খরচ কী করে? জানা গেছে, প্রায় ১ মাস ধরে হয়েছে বিশেষ একটি অ্যাকশনের দৃশ্য। যেখানে হলিউডের বিখ্যাত অভিনেতা রায়ান গসলিংকে লড়াই করতে দেখা যাবে। ওই দৃশ্যের শুটিংয়ের জন্যই বিশাল পরিমাণ টাকা খরচ হবে বলে জানা গেছে।