বরিশাল: বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম তৃতীয় বারের মত বিনা প্রতিদ্বন্ধিতায় বানারীপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে স্থানীয় সংসদ সদস্য মো.শাহে আলমকে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদাধিকার বলে ম্যানেজিং কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক,অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ,রেজাউর হাসান হিরণ,এনায়েত হোসেন মোল্লা ও ফিরোজ আলম,সংরক্ষিত নারী অভিভাবক সদস্য ইসরাত জাহান মুন্নী,শিক্ষক প্রতিনিধি সদস্য বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন ও জসিম উদ্দিন আকন এবং নারী শিক্ষক প্রতিনিধি সদস্য জ্যোস্নাখানম। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হলেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
এদিকে সংসদ সদস্য মো. শাহে আলম তৃতীয় বারের মত ঐতিহ্যবাহী বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ ও প্রেসক্লাবসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।